চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রহত্যার মূলহোতা আব্দুস সবুর লিটন
চট্টগ্রাম নিউমার্কেটে ৪ আগষ্ট ছাত্রদের উপর হামলা ও গুলিবর্ষনের সাথে জড়িত সন্ত্রাসী ও অস্ত্রের যোগানদাতা হলেন চট্টগ্রাম প্যানেল মেয়র এবং ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন।এ সকল অস্ত্র মজুদ ছিল কাউন্সিলার লিটনের এগ্রোফার্ম চাটগাঁইয়া এগ্রোতে।তার কাড্যারবাহিনীর কুখ্যাত সন্ত্রাসী পলাশ ও খোকনকে সরাসরি জামালখান,সিআরবি এলাকায় ছাত্রদের উপর গুলি করতে দেখা যায়।এসময় সন্ত্রাসী লিটনের সমর্থকদের ছোড়া গুলিতে তাদেরই একজন নিহত হয়।এছাড়াও বিতর্কিত এই কাউন্সিলার গত ১০ বছর নকল বিদেশি সিগারেট এর বাজারজাত করে এবং সিগারেটের লেভেল ছাপিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।উত্তরবঙ্গের রংপুরে রয়েছে তার শত শতক তামাক ক্ষেত,সিগারেট ফ্যাক্টরি। তার এই বেআইনি কাজে সবরকম সহযোগিতা করেছে সাবেক শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নফেল।পরপর তিনবার রাতের ভোটে কাউন্সিলার নির্বাচিত হয়ে লাগামছাড়া ক্ষমতার দৌরাত্মে হত্যা,জায়গা দখল,টেন্ডার বানিজ্য, চাঁদাবাজি সহ নানা রকম অপকর্ম এবং বেআইনি ব্যবসা করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে।গত অর্থবছরে সিগারেট থেকে রাজস্ব আয় ৩৮ হাজার কোটি টাকা।আসলে এর পরিমাণ ৫০ হাজারের ও উপরে কিন্তু তা যাচ্ছে না সরকারের নিকট এই সকল চোরাকারবারিদের কর ফাঁকি দেওয়ার কারনে।গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে শুধুমাত্র নকল সিগারেট চোরাকারবারিরা রাজস্ব চুরি করেছে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা।দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই সকল দুর্নীতিবাজ,ভূমিদস্যদের প্রতি ব্যবস্হা নিতে দুদক এবং এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করছি।