চসিকের মেয়র হচ্ছেন ডা. শাহাদাত

Share on:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হচ্ছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।নির্বাচন বাতিল চেয়ে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা শাহদাত হোসেন’কে মেয়র ঘোষণা করে চট্টগ্রাম আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী। বাদিপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ আজাদীকে বলেন, চসিকের নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Share on:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *